October 26, 2024

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, বিজেপি সভাপতি সিবিআই তদন্তের দাবি জানালো

1 min read

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, বিজেপি সভাপতি সিবিআই তদন্তের দাবি জানালো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধান সভার বিজেপির বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ বলিয়া মোড়ে সকালে উদ্ধার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিন রায়গঞ্জ ব্লকের বালিয়া মোড়ে একটি দোকানের বাড়ান্দায় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ নজরে আসে। এই ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। ঘটনাস্থলে শতশত মানুষের ভীড় উপচে পড়ে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

২০১৬ সালে হেমতাবাদ বিধানসভা (তপঃ) আসন থেকে সিপিএম দলের টিকিটে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হয় দেবেন্দ্রনাথ রায়। ২০১৯ লোকসভা নির্বাচনের পর সিপিএমের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন দেবেনবাবু।সোমবার সকালে হেমতাবাদের বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দলীয় বিধায়কের মৃত্যু রহস্য উন্মোচনে সিবিআই তদন্তে দাবি তুলেছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি।দলীয় সুত্রে জানা যায় একটি মিনি সমবায় ব্যাঙ্কের কর্মী ছিলেন হেমতাবাদের বিধায়ক বিধায়ক হবার অনেক কয়েক বছর পূর্বে।তার সহধর্মীনি ছাড়া এক পালিত কন্যা আছে। সে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে। তার স্ত্রী অঙ্গনওয়ারি কর্মী। বিধায়কের উদ্ধার করা মৃত দেহ পুলিশ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায় এমনভাবে ফাঁসি লাগিয়েছে যা সহজেই কেও হটাৎ করে দেখলে বুঝতে পারবে না।সবার মধ্যে ই একটা আলোচনা চলছে তাতে অনেকেই সন্দেহ করছে এই মৃত্তুর সাথে মিনি সমবায় ব্যাঙ্কের কোন আর্থিক ঘটনা থাকলেও থাকতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *