October 25, 2024

বৃষ্টির জলে রাস্তায় কাদা বিষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বাসুদেবপুর,দ্রুত সমাধানের আশ্বাস প্রধান সাদ্দাম

1 min read

বৃষ্টির জলে রাস্তায় কাদা বিষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বাসুদেবপুর,দ্রুত সমাধানের আশ্বাস প্রধান সাদ্দাম

তন্ময় দাস, হেমতাবাদঃ রাস্তার উপর এক হাঁটু কাদা। তার মধ্যে আবার কোথাও জমে রয়েছে জল। এই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে বাজার করতে হচ্ছে গ্রামের মানুষদের সাইকেল, মোটরবাইক, অটোগুলিও বিপজ্জনকভাবে চলছে। কিন্তু রাস্তার যা অবস্থা তাতে যে

কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। হেমতাবাদ ব্লকের ২ নং বিষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বাসুদেবপুর, বোলকুন্ডী,কাচন পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য। রাস্তা সারানোর দাবিতে বার বার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। বছর আগে জেলা পঞ্চায়েত রাস্তাটিতে ১০০ দিনের কাজ করেছিল পঞ্চায়েত প্রধান সাদ্দাম হোসেন জানান রাস্তায় জল বের করার জন্য কারভার ছিলো কিন্তু গ্রামের এক জন তার জমিতে বাড়ির জন্য মাটি ভরে ফলে

কালভার্ট বন্ধ হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির ও জমা জলে জন্য রাস্তায় কাঁদা ‘‘রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিষয়টি বিডিও সাহেব কে জানানো হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত রাস্তায় সমস্যা সমাধান করানো হবেস্থানীয়দের একাংশ বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নিয়ে সমস্যায় বাসিন্দারা এ ভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। এখন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জল কাদার জন্য এলাকায় চাষের জমিরও ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘‘আমরা রাস্তায় বেরোতে পারছি না। এমনকি এই রাস্তায় কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না। বাধ্য হয়ে কোলে করে রোগী নিয়ে যেতে হচ্ছে।’’ অবিলম্বে রাস্তা সংস্কারে উদ্যোগী হোক প্রশাসন বলে দাবি এলাকাবাসীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *