October 26, 2024

ডাঃ বিধান চন্দ্র রায় ও আন্তর্জাতিক চিকিৎসা দিবস স্মরণে অনন্তপুড়ে নৈশ ভলিবল প্রতিযোগিতা-

1 min read

ডাঃ বিধান চন্দ্র রায় ও আন্তর্জাতিক চিকিৎসা দিবস স্মরণে অনন্তপুড়ে নৈশ ভলিবল প্রতিযোগিতা-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),১জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্ত পুরে বুধবার পশ্চিমবঙ্গের রূপকার তথা জাতীয় চিকিৎসক দিবসকে স্মরণ করে ১৬ দলীয় ভলিবল খেলার উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।বিধায়ক তপন দেবসিংহ বলেন

আজকে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুরের যুবকেরা যে কারণকে সামনে রেখে ভলিবল খেলার সূচনা করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই।কারন এমন একটা দিনকে বেছে নিয়ে এই খেলার সূত্রপাত করেছে যা কিনা আন্তর্জাতিক চিকিৎসা দিবসের সাথে সাথে আমাদের রাজ্যের রূপকার তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় সহ সমস্ত চিকিৎসক দের সন্মান জানাতে পেরেছি।এর গুরুত্ব অপরিসীম।

সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিদ)নামে যে মারন রোগ সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে যার কোন ওষুধ ছাড়াই বিশ্বের চিকিৎসক সমাজ মানুষকে সুস্থ করতে নিজের জীবনকেও বলিদান দিচ্ছেন।তাই তাদের সবাইকে স্যালুট জানাই।আজকের এই ভলিবল খেলায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজ সেবী ঈশ্বর রজক ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিগণ। অনন্তপুর যুব সংঘের সম্পাদক সাদ্দাম হোসেন এক সাক্ষাৎকারে বলেন একদিকে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিন অন্যদিকে আন্তর্জাতিক চিকিৎসা দিবসকে সন্মান জানানোর জন্যই আমরা এই ভলিবল খেলার আয়োজন করেছি।তিনি বলেন মালদা,বালুরঘাট,রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ মোট ১৬টি স্থানের ১৬ টি দল নিয়ে সারারাতব্যাপী এই ভলিবল খেলা চলবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *