১২টি উটকে দেখভাল করতে গিয়ে ইটাহার থানার পুলিস
1 min readবর্তমানের কথা ১২টি উটকে দেখভাল করতে গিয়ে ইটাহার থানার পুলিস হিমশিম খাচ্ছে ।ইটাহার থানা সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ইটাহারের পারাহরিপুর থেকে উটগুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা বিহার থেকে উটগুলি নিয়ে আসা হচ্ছিল। পুলিস উটগুলি আটকালেও উটের সঙ্গে লোকেরা পালিয়ে যায়। এরপর পুলিস সেগুলিকে থানায় নিয়ে আসে। এগুলিকে জল, খড়, গাছের পাতা খেতে দেওয়া হচ্ছে। পশু চিকিৎসককে দিয়ে এদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হচ্ছে। ইটাহার থানার ওসি নন্দন কুমার বলেন, পশুপ্রেমী স্বেচ্ছোসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা তাদের হাতে উটগুলিকে তুলে দেব।