July 21, 2024

কালিয়াগঞ্জ হিন্দু- মিলন মন্দিরের সংস্কৃতি সম্মেলন ও বিশ্ব শান্তি মহাযজ্ঞকে কে ন্দ্র করে ব্যাপক তৎপরতা

1 min read

তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবস্থিত ভারত সেবআশ্রম সংঘের কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের উদ্যেগে আগামী 10 ও 11ই ফেব্রুয়ারি হতে যাওয়া বার্ষিক মহোৎসব হিন্দুধর্ম শিক্ষা  সাংস্কৃতিক মহাসম্মেলন ও বিশ্বশান্তি বৈদিক যজ্ঞ কে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে জোর তৎপরতা।কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের স্বামী জ্যোতির্মযানন্দজী মহারাজ জানান তাদের দুদিনের এই মহামিলন উৎসবে দুইদিন ধরে নানান ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।যার মধ্যে রয়েছে শিশুদের মন্দির অংকন ও প্রনবানন্দের প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা মায়েদের শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা ভজন ও ভক্তিমূলক সঙ্গীতের প্রতিযোগিতা গীতা আবৃত্তি প্রতিযোগিতা।কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের মহারাজ জানান তাদের দুদিনের এই মহা সম্মেলনে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করতে আসছেন  ভারত সেবাশ্রম সংঘের বেল ডাংার আস্রমের প্রদীপ্তানন্দজী মহারাজ বর্ধমান আস্রমের মহারাজ জীবাত্মনন্দজী।আন্দামান থেকে আসছেন  স্বামী হরিপদানন্দ মহারাজ বালুরঘাট আশ্রমের স্বামী দিবাকরনন্দজী ও রায়গঞ্জ আশ্রমের স্বামী নিরঞ্জনা নন্দজী মহারাজ। গঙ্গারামপুর আশ্রমের পরেসানন্দজী মহারাজ গাজল আশ্রমের স্বামী বিবশ্বতানন্দজী মহারাজ ফারাক্কা আশ্রম থেকে আসবেন স্বামী চন্দ্রনাথনন্দজী মহারাজ ও স্বামী মধুরা নন্দজী মহারাজ অনুষ্ঠানে পৌরহিত্ত্য করবেন স্বামী মঙ্গলা নন্দজী মহারাজ ও স্বামী শিবসুন্দরানন্দজী মহারাজ।কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের অধ্যক্ষ স্বামী জ্যতিমযানন্দজী মহারাজ বলেন অনুষ্ঠানে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে।বিষয় সমাজ ও রাষ্ট্র গঠনে আচার্য স্বামী প্রনবানন্দজী মহারাজের অবদান।অংশগ্রহন করবেন ড, এস বন্দোপাধ্যায় অধ্যাপক গৌরবজ্ঞ বিশ্ববিদ্যালয়।11ই ফেব্রুয়ারি সকালে ধর্মীয় শোভা যাত্রা সহকারে শ্রীমতি নদী থেকে পুন্য বাড়ি আনয়ন সহ নানাবিধ অনুষ্ঠান। এই মহামিলন অনুষ্ঠানে জাতিধর্ম নির্বিশেষে সবাইকে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন মিলন মন্দিরের মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *