October 7, 2024

ভ্যালেন্টাইন্স ডের আগে রোমিও দের শায়েস্তা করতে কার্যত ভিলেনের ভুমিকায় দেখা গেলো দিনহাটা মহিলা পুলিশ কে

1 min read

শুভদীপ চক্রবর্তী (কোচবিহার) : ভ্যালেন্টাইন্স ডের  আগে রোমিও দের শায়েস্তা করতে কার্যত ভিলেনের ভুমিকায় দেখা গেলো দিনহাটা মহিলা পুলিশ কে । বৃহস্পতিবার ছিলো প্রপোজ ডে আর এই দিনই সেই সব রোমিও দের কাছে “ভিলেন”  হয়ে উঠলো মহিলা  পুলিশ । এমনটাই মনে করছেন প্রেমিকরা  । স্কুল থেকে শুরু করে কলেজ কিংবা পাড়ার মোড়  সবখানেই সাদা পোষাকের মহিলা পুলিশ থাকায় খানিকটা  চিন্তার পড়তে প্রেমিক দের । পুলিশ সুত্রে গিয়েছে , ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত সাদা পোষাকের পুলিশের আনা গোনা লেগে থাকবে পুরো মহকুমা জুরে ।  কোথাও যেন নিস্তার  নেই তাদের । বৃহস্পতিবার  দিনহাটা শহরের গোপাল নগর , দিনহাটা গার্লস হাই স্কুল , সোনি দেবী জৈন হাই স্কুল  সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট দশ জন ইভটিজার কে গ্রেফতার করেছে পুলিশ । যার মধ্যে বেশিরভাগই অল্প বয়সী  বলে জানা গেছে ।

জানা গেছে , বিভিন্ন স্কুল থেকে শুরু করে শহর ও শহরতলীর নানা প্রান্ত  থেকে ছেলেরা  মেয়েদের উত্যক্ত করার খবর পেয়েই  নড়েচড়ে বসে দিনহাটা মহিলা থানা ।এদিন  দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরির নেতৃত্বে  বিশাল পুলিশ বাহিনী নাবালক সমেত দশ জন যুবক কে গ্রেফতার করে  । এ প্রসঙ্গে দিনহাটা মহকুমা পুলিশ  আধিকারিক কুন্তল ব্যানার্জি আরো জানান , এদিন দিনহাটা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০ জন কে গ্রেফতার করা হয়েছে ।  আগামী কয়েকদিন সাদা পোষাকের পুলিশের এই অভিযান চলবে বলে তিনি জানান  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *