কালিয়াগঞ্জে বেসরকারি উদ্যোগে শুরু হচ্ছে বই মেলা
1 min readতপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর :- উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে শুরু হতে চলেছে বই মেলা।জানা যায় আগামী22শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ বই মেলা কমিটির উদ্যগে7দিন ধরে শুরু হতে চলেছে বেসরকারি উদ্যগে এই প্রথম কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালযে বই মেলা।উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ বই মেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিন চন্দ জানান উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ ব ই মেলা কমিটি দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি বই মেলার পাশাপাশি বেসরকারি উদ্যগে বই মেলা করে আসছে।এবার তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু রাগগঞ্জে ই নয় বেসরকারি এই বই মেলাকে ধীরে ধীরে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে বই প্রেমিকদের জন্য।তাই এবার প্রথম কালিয়াগঞ্জে বেসরকারি উদ্যগে এই বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় কলকাতা ও শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন জেলা থেকে বই প্রকাশকরা এই বই মেলায় আসছে। বই মেলায় থাকবে প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ব্যবস্থা।কালিয়াগঞ্জের বই মেলা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে পারে তার জন্য কালিয়াগঞ্জ বাসীর সহযোগিতা আশা করেন বলে তুহীনবাবু জানান।