October 11, 2024

কালিয়াগঞ্জে বেসরকারি উদ্যোগে শুরু হচ্ছে বই মেলা

1 min read

তপন চক্রবর্তীউত্তরদিনাজপুর :- উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে শুরু হতে চলেছে বই মেলাজানা যায় আগামী22শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ বই মেলা কমিটির উদ্যগে7দিন ধরে শুরু হতে চলেছে বেসরকারি উদ্যগে এই প্রথম কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালযে বই মেলাউত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ বই মেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিন চন্দ জানান উত্তরদিনাজপুর জেলা সদর রায়গঞ্জ মেলা কমিটি দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি বই মেলার পাশাপাশি বেসরকারি উদ্যগে বই মেলা করে আসছেএবার তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু রাগগঞ্জে নয় বেসরকারি এই বই মেলাকে ধীরে ধীরে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে বই প্রেমিকদের জন্যতাই এবার প্রথম কালিয়াগঞ্জে বেসরকারি উদ্যগে এই বই মেলার আয়োজন করা হয়েছে বই মেলায় কলকাতা শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন জেলা থেকে বই প্রকাশকরা এই বই মেলায় আসছে বই মেলায় থাকবে প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ব্যবস্থাকালিয়াগঞ্জের বই মেলা যাতে সর্বাঙ্গ সুন্দর  হয়ে উঠতে পারে তার জন্য কালিয়াগঞ্জ বাসীর সহযোগিতা আশা করেন বলে তুহীনবাবু জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *