বিকাশ পাল
নির্জনে ছিলাম বেশ ছিলাম চারদিকে মুক্তবাতাস
কাছে কিনারে ছিল না কোন বসতি
যদিও মাঝে মধ্যে হাঁপিয়ে উঠতাম ভাবতাম
কেউ যদি কাছে থাকতো নির্জনতা ভাঙত
হঠাৎ দক্ষ জন্য শুরু হয়ে গেলে
আশেপাশে গজিয়ে উঠতে লাগলো বাড়ি বহুতল বাড়ি একের পর এক অনেক অনেক।
তবু সেই নির্জনতা।
কেউ কাউকে চেনেনা।