উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর ছাত্র- ছাত্রী দের জন্য সুখবর ,চালু হতে চলেছে ফিল্ম স্টাডিজ-এর কোর্স রায়গঞ্জ ইউনির্ভাসিটিতে
1 min readরায়গঞ্জ ইউনির্ভাসিটিত
বর্তমানের কথা ঃ- উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর ছাত্র- ছাত্রী দের জন্য সুখবর । চালু হতে চলেছে ফিল্ম স্টাডিজ-এর কোর্স রায়গঞ্জ ইউনির্ভাসিটিতে ।আগামি কাল একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ফিল্ম স্টাডিজ কোর্সের সূচনা হতে চলছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে । উত্তরবঙ্গের সিনেমাপ্রেমীরা এই ফিল্ম স্টাডিজ কোর্সের সুবিধা নিতে পারবে রায়গঞ্জে বসেই এখন থেকেই। এই বিভাগের সূচনা উপলক্ষ্যে আগামি কাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । স্বনামধন্য চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও সোহিনী দাশগুপ্ত এই বিভাগের সূচনা করবেন।যে সকল ছাত্র- ছাত্রীরা বাইরে যেতে পারতো না এইবিভাগ নিয়ে পড়তে তাদের জন্য সুখবর ।