তৃণমূল-বিজেপিকে হারাতে জোট বাঁধুন
1 min readনিউজ ডেক্স,বর্তমান কথা :- তৃণমূল-বিজেপিকে হারাতে যেখানে বামেরা দুর্বল সেখানে দলমত নির্বিশেষে প্রয়োজনে ঝাণ্ডা ছাড়া জোট বাঁধুন। হাওড়া জেলা সম্মেলন শেষ হওয়ার পর প্রকাশ্য সভা থেকে সূর্যকান্ত মিশ্র এমনিই আহ্বান করলেন সকলকে।এপ্রিলেই হায়দরাবাদে বসছে বাইশতম পার্টি কংগ্রেস। সেখানেই ঠিক হবে সিপিএমের রাজনৈতিক লাইন। তার আগে প্রকাশিত ‘রাজনৈতিক দলিলে’র খসড়ায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ও তার সহযোগীদের ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য।সে জন্য সকল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করার চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কোনওরকম বোঝাপড়া বা নির্বাচনী জোট করা যাবে না। সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে কারাটপন্থীদের জয় হলেও, বঙ্গ সিপিএমের একটা বড় অংশ এখনও কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষপাতী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির উল্টো পথে না হাঁটলেও, সূর্যকান্ত মিশ্ররা কি পঞ্চায়েত ভোটে ঘুরপথে নিচুতলায় সমঝোতার রাস্তা খুলে রাখতে চাইছেন?