সীমান্তের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন কে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল বি এস এফ
1 min readদিনহাটা, ২০ ফেব্রুয়ারি: সীমান্তের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন কে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল বি এস এফ । মঙ্গলবার দিনহাটা–২ ব্লকের ছোট গাড়লঝড়া জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গনে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনা তুলে দেওয়া হল । এদিনের প্রাঙ্গনে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর কোচবিহার সেক্টরের ডিআইজি সিএল বেলওয়া, কোচবিহার জেলা পরিষদ সদস্য তারণীকান্ত বর্মন , বিএসএফের ১০১ ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড পি কে দেবরাল, ছোট গাড়লঝড়া জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার রায় , পঞ্চায়েত সমিতির সদস্য নাজমা খাতুন , আতিকুর রহমান প্রমুখ । বি এস এফ এ এর সাথে এলাকা বাসীদের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষে সিভিক অ্যাকশান প্রোগ্রাম নেওয়া হয়েছে ।
বিএসএফ সূত্রে জানা গেছে , এদিন প্রায় দুইশ ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ, ছাতা, ফুটবল সহ নান রকম সামগ্রী বিতরণ করা হয়েছে । সীমান্তের বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক কে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে বিএসএফের ১০১ ব্যাটেলিয়নের উদ্যোগে এদিন ওই অনুষ্ঠানে ডিআইজি সীমান্তে চোরাচালান বন্ধে সহযোগিতা করার জন্য গ্রাম বাসিদের সহযোগিতা চান ।
বিএসএফের উদ্যোগে সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে এদিনের অনুষ্ঠান কে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় । সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে বিএসএফের এই উদ্যোগ কে সাধুবাদ জানান সীমান্তের বাসিন্দারা ।