October 30, 2024

সীমান্তের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন কে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল বি এস এফ

1 min read

দিনহাটা, ২০ ফেব্রুয়ারি:   সীমান্তের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন কে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হল বি এস এফ   মঙ্গলবার দিনহাটা ব্লকের  ছোট গাড়লঝড়া জুনিয়ার হাই  স্কুল প্রাঙ্গনে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে  এক  অনুষ্ঠানের মধ্যে দিয়ে  ছাত্রছাত্রীদের পড়াশুনা তুলে দেওয়া হল এদিনের   প্রাঙ্গনে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে    উপস্থিত ছিলেন বিএসএফ এর কোচবিহার সেক্টরের ডিআইজি সিএল বেলওয়া, কোচবিহার জেলা পরিষদ সদস্য তারণীকান্ত বর্মন , বিএসএফের ১০১  ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড পি কে দেবরাল,  ছোট গাড়লঝড়া জুনিয়ার হাই  স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার রায় , পঞ্চায়েত সমিতির সদস্য নাজমা খাতুন , আতিকুর রহমান প্রমুখ বি এস এফ এর  সাথে এলাকা বাসীদের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষে  সিভিক অ্যাকশান প্রোগ্রাম নেওয়া হয়েছে  
                        

  বিএসএফ সূত্রে জানা গেছে , এদিন প্রায় দুইশ ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ, ছাতা, ফুটবল সহ নান রকম সামগ্রী বিতরণ করা হয়েছে  সীমান্তের  বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক কে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে বিএসএফের ১০১ ব্যাটেলিয়নের উদ্যোগে এদিন ওই অনুষ্ঠানে  ডিআইজি সীমান্তে চোরাচালান বন্ধে সহযোগিতা করার জন্য গ্রাম বাসিদের সহযোগিতা চান  
                     

বিএসএফের উদ্যোগে সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে এদিনের অনুষ্ঠান কে ঘিরে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ ৎসাহ লক্ষ্য করা যায় সমাজ সেবা মূলক কাজের অঙ্গ হিসাবে বিএসএফের এই  উদ্যোগ কে সাধুবাদ জানান সীমান্তের বাসিন্দারা       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *