এক নজরে দেখে নিন উত্তর দিনাজপুর জেলা কী নতুন কী পেতে চলেছে
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা, হেমতাবাদ,(উত্তর দিনাজপুর)ঃ বৃহস্পতিবার কর্ণোজোড়া সার্কিট হাউসথেকে বেড়িয়ে হেমতাবাদ থানা মাঠে সরকারি জনসভায় যোগ দেবেনমুখ্যমন্ত্রী। সেখানে জেলায়নতুন ২৮ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি উপভোক্তাদের সরকারি সাহায্য নিজে হাতেতুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়।
এক নজরে দেখে নিন কী নতুন কী পেতে চলেছে জেলাঃ
১>ইটাহার ব্লক – পোরষা কর্মতীর্থ – শিলান্যাস।২> হেমতাবাদ ও রায়গঞ্জ ব্লকের ঠাকুরবাড়ি–বিন্দোল রাস্তা মজবুতিকরণের শিলান্যাস।৩>ইসলামপুর ব্লকের আফজলচক থেকে রামপুর হয়ে রুহিয়া কারকবস্তি পর্যন্ত পাকা রাস্তা নির্মান। ৪> চোপড়াব্লক – কুন্দলপুকুর কর্মতীর্থ – শিলান্যাস।৫> গোয়ালপোখর – ২ ব্লকের – রামপুর–চাকুলিয়া রাস্তা মজবুতিকরণের শিলান্যাস।৬> রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ পলিটেকনিকে ৬০ শয্যা বিশিষ্ট মহিলাআবাসনের শিলান্যাস।৭>ইটাহার ব্লকের গুলন্দর মিলনপাড়া থেকে বরডাঙ্গী ঘাট পর্যন্ত পাকা রাস্তার শিলান্যাস।৮>গোয়ালপোখর – ২ ব্লকের পারুল কর্মতীর্থ – শিলান্যাস ৯>হেমতাবাদ ব্লকের থানা সংলগ্ন “সেফ ড্রাইভ – সেভ লাইফ” থিম পার্কের শিলান্যাস।১০>ইটাহার ব্লকে ১০০০মেট্রিক টন খাদ্যমজুতযোগ্য গুদামের শিলান্যাস।১১>রায়গঞ্জ ব্লকে দেবীনগর থেকেহাতিয়া পর্যন্ত পাকারাস্তা নির্মানের শিলান্যাস।১২>করণদিঘী ব্লকে হাড়ভাঙা হাই মাদ্রাসা ছাত্রীদের হোস্টেল নির্মাণের শিলান্যাস।১৩>ইসলামপুর ব্লকে ২০০০মেট্রিক টন খাদ্যমজুতযোগ্য গুদামের উদ্বোধন।১৪>গোয়ালপোখর – ২ ব্লকের শিরশিসিনিয়ার মাদ্রাসায় হোস্টেল নির্মাণের শিলান্যাস।১৫>করণদিঘী ব্লকে এন এইচ ৩৪ সরসারবস্তি – ডালখোলা মিউনিসিপ্যালিটি রাস্তার মজবুতিকরণের শিলান্যাস।১৬>গোয়ালপোখর –১ ব্লকেগোদাহাট থেকে পারতাপুর পর্যন্ত নতুন পাকারাস্তা নির্মাণের উদ্বোধন।১৭>ইটাহার ব্লকের বৈদড়া আদিবাসী জনকল্যান উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়নের শিলান্যাস।১৮>ইটাহার ব্লকের গুটলুপ্রশিক্ষণ কেন্দ্র ময়দানের উন্নতিকরণ ও সম্মুখ রাস্তা নির্মাণের শিলান্যাস।১৯>ইটাহার ব্লকের এনএইচ ৩৪ থেকে হাসুয়া হয়ে বেলুল পর্যন্ত পাকারাস্তা নির্মানের শিলান্যাস।২০>গোয়ালপোখর –২ ব্লকে চাকুলিয়া হাই স্কুলে ছাত্রীদের জন্য হোস্টেল বিল্ডিং নির্মানের শিলান্যাস।২১>ইটাহার ব্লকের বৈদড়া আদিবাসী জনকল্যান উচ্চ বিদ্যালয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম নির্মানের শিলান্যাস।২২>ইটাহার ব্লকের পাড়াহড়িপুরে সুই নদীর উপর সেতু।২৩>উত্তর দিনাজপুর জেলায় ৩৫ টি নতুনঅঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের শিলান্যাস।২৪>রায়গঞ্জ ব্লকের মহারাজা – ভাটোল রাস্তার মজবুতিকরণের উদ্বোধন।২৫>গোয়ালপোখর –১ ব্লকে হলুদপ্রস্তুতিকরণ ও প্যাকেজিং কেন্দ্রের শিলান্যাস।২৬>কালিয়াগঞ্জ ব্লকেকালিয়াগঞ্জ – কুনোরহাট রাস্তায় পাকাসেতুর শুভ উদ্বোধন।২৭>ইটাহার ব্লকের পাড়াহড়িপুরে সুই নদীর উপর সেতুরদুই প্রান্তে রাস্তা নির্মাণের শিলান্যাস সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেনমুখ্যমন্ত্রী।