নদীয়ার নবদ্বীপ শ্মশানে শব দাহ করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
1 min readনিজস্ব প্রতিনিধি : নদীয়ার নবদ্বীপ শ্মশানে শব দাহ করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সুভাষ মন্ডল (৫৫)। বাড়ি ভীমপুর থানার চাঁদমারী বি,এস,এফ ক্যাম্পের কাছে। জানা গেছে শনিবার সন্ধ্যায় নবদ্বীপ শ্মশানে এক প্রতিবেশীর মৃতদেহ দাহ করার পর ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই প্রৌঢ়।ডুবুরি নামিয়ে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি ওই প্রৌঢ়কে। অবশেষে আজ গৌরাঙ্গ সেতুর কাছে চরে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়েছে।