November 14, 2024

কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের গোল্ডেন জুবিলী বর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--বুধবার কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের গোল্ডেন জুবিলী বর্ষ উপলক্ষে দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড,পীযুষ কুমার দাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস–চেয়ারম্যান বসন্ত রায় এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য।কলেজ অধ্যক্ষ ড,পীযুষ কুমার দাস মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন।কালিয়াগঞ্জ কলেজের অধ্যপক বিপুল মন্ডল বলেন দুইদিনের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন খেলার মধ্যে থাকছে ছেলে ও মেয়েদের 100মিটার,200 মিটার দৌড়,বর্ষা নিক্ষেপ,হাইজ্যাম্প,লংজ্যাম্প।
কলেজর  অধ্যপক ও অধ্যপীকাদের মধ্যেও ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে বলে  কালিয়াগঞ্জজানান।কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের বর্শব্যাপি গোল্ডে জুবিলী ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *