October 7, 2024

সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

1 min read


তন্ময়চক্রবর্তী,বর্তমানেরকথা:- সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ।তিনি বলেন আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন  একে অপরকে রঙ মাখিয়ে পালন করা হয় এই ৎসব যাকে বলে দোল খেলা বা হোলি খেলা।আজ দোল পূর্নিমা। ফাগুনের রঙ্গে সবার হৃদয় রঙ্গিন হোক। আনন্দে উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছাদোলযাত্রা ৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির,  বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। হোলি খেলা এতটাই মজার যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মাতে ৎসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *