December 7, 2024

কী ব্যবহার করবেন হোলির রং তুলতে ?

1 min read


দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেন অধরাই থেকে যায়। এমনটা ভাবাও কঠিন   দোলের দিন মুখে রং লাগানো হবে না, ৷ রং খেলতে তো ভালই লাগে  সমস্যা হল ৷ রং তোলার কাজটা মোটেই সহজ হয়না  কিন্তু খেলার পর  ৷


 সাবান দিয়ে ঘষে ঘষে মুখ থেকে রং তুলতে গিয়ে প্রায় ঘণ্টাখানেক বাথরুমে কাটিয়ে দিয়েও বিশেষ লাভ হয় না ৷ যারা দোল খেলে নিয়েছেন বা যারা আজকে হোলি খেলবেন, মুখ ও হাত-পা  থেকে রং তোলার জন্য একটি বিশেষ পেস্ট বাড়িতেই বানিয়ে নিন ৷ তারপর সেটা ত্বকে লাগিয়ে নিন ৷


 দেখবেন রং-ও উঠবে আর আপনার ত্বকও অনেক সুন্দর থাকবে ৷পেস্টটি বানাতে   অর্ধেক আদার টুকরো নিয়ে সেটি ছোট ছোট টুকরো করে নিন ৷ ৫-৮ টা টুকরো যাতে পাওয়া যায়, সেদিকে খেয়াল রাখবেন।  এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে আদার টুকরোগুলি দিন। 


ভাল করে ব্লেন্ড করে আদার পেস্ট বানিয়ে নিন। এবার একটা বাটিতে পেস্টটা রেখে দিন। ২ চামচ হলুদ গুঁড়ো মেশান আদার পেস্টের সঙ্গে। ১ চামচ লেবুর রস মেশান। এরপর ভাল করে সবক’টি উপকরণ মেশান। পেস্টটা মুখে ভাল করে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে সারা মুখটা ভাল করে ধুয়ে ফেলুন। হোলির পর পরই এই পেস্টটা দিয়ে ত্বকের পরিচর্যা করলে দেখবেন ত্বক বেশ ঝকঝক করছে আর রং-এর থেকে কোনওপ্রকার অ্যালার্জিও হবে না এর ফলে। কাজ হবেই ৷ দিনে কম করে
দু’বার এই পেস্টটা মুখে লাগান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *