ফতেপুরের জগন্নাথ দেবের প্রাচীন মন্দিরে দোল উৎসবকে কেন্দ্র করে তিনদিন ধরে পূজার্চনা
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর-উত্তরদিনাজপুর জেলার ফতেপুর হাটে প্রাচীন জগন্নাথ দেবের মন্দিরে গত বুধবার থেকে তিনদিনব্যাপী দোল উৎসব্কে কেন্দ্র করে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে দোল উৎসব। ফতেপুরের শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পুরোহিত দ্বিগেন্দ্র নাথ চক্রবর্তী এক প্রশ্নের উত্তরে বলেন এই মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছিল তা কারো পক্ষেই বলা সম্ভব নয়।তবে আমার ছোট বয়সে দেখেছিলাম মন্দিরটি ছিল মাটির।এই মন্দিরের অনেক ইতিহাস আছে লোকমুখে শুনেছি।তবে আমি এই মন্দিরের একজন দীর্ঘ দিনের পুরোহিত হিসাবে বলতে পারি এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত।অনেক ভাবেই তা বুঝতে পারা যায়।ফতেপুর গ্রামের বাসিন্দা কর্পূর চন্দ্র সরকার বলেন ফতেপুর জগন্নাথ দেবের মন্দিরের পাশে হেভক্তি বড় পুকুর আছে সেই পুকুর নিয়েও অনেক ইতিহাস আছে যা এই এলাকার লোকমুখে সোনা যায়। ফতেপুরের গ্রামবাসী তথা যুবক কুলেন সরকার বলেন।ফতেপুরের জগন্নাথ মন্দির এবং পাশের লাগোয়া পুকুর নিয়ে নানা রকম ইতিহাস থাকলেও প্রশাসনের এই মন্দির নিয়ে কোন হেলদোল নেই।ফলে এই মন্দির সম্পর্কে বর্তমান প্রজন্মের মানুষদের অনেক কিছু জানার থাকলেও সরকারের প্রত্নতাত্বিক দপ্তরের অবহেলার কারনে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি বলে ক্ষোভ প্রকাশ করেন।