December 25, 2024

প্রেমের সম্পর্কে বাড়িতে রাজি না হওযায ফাঁস লাগিয়ে আত্মঘাতি প্রেমিক যুগল

1 min read


শঙ্কর  গুপ্তা ,অজিত মন্ডল উত্তর দিনাজপুর ( কালিয়াগঞ্জ ) দোলের পরের দিন  সকালেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উদ্ধার প্রেমিক যুগলের দেহ । এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ,2 নং ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিল হুসেন আলী ও রাহেনা খাতুন ।দীর্ঘ দিন  প্রেমের সম্পর্ক বাড়ি থেকে না মেনে নেওয়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রেমিক যুগল। একই ডালে এক প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পায় প্রথমে স্থানীয় বাসিন্দারা । তারাই পুলিশকে খবর দিলে ।খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ  ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  হাসপাতালে পাঠান।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *