বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে সরকারি আর্থিক সাহায্য খুশির জোয়ার এলাকা জুড়ে
1 min readমামুন সরকার ::কুশমন্ডি ; বর্তমানের কথা :পশ্চিমবঙ্গের মাননীয়া মুখমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেগে কৃষি দপ্তর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক দের সরকাররে আর্থিক সাহায্য প্রদান করা হলো কুশমন্ডি ব্লকে ।
এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে চেক বিতরন করা হয় .এদিন এই অনুষ্ঠান উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকে বিডিও অমুল চন্দ্র সরকার , কুশমন্ডি পঞ্চায়েত সমেতির সভাপতি মিঠু জোয়াদ্দার,কুশমন্ডি কৃষি দপ্তরের এ ডি ও আভিজিৎ সরকার কুশমন্ডি পঞ্চায়েত সমেতি কৃষি কর্মাধক্ষ আব্দুল কাদের মিঞা কুশমন্ডি ব্লকে তৃণমূলের কার্যকারী সভাপতি রীতেস জোয়াদ্দার এছাড়া আরো বিশিষ্ট ব্যাক্তিরা কুশমন্ডি ব্লকে আট টি গ্রাম পঞ্চায়েতের মধ্য ১৮২ টি মৌজা চেক বিতরন করা হয় আজ থেকে শুরু আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে এই চেক বিতরণ । চেক পেয়ে সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার ।
এই বিষয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি জানান আমরা আজ থেকে চেক বিলি করতে ধরেছি আগামী ১৯ তারিখ পর্য্যন্ত আমাদের এই কর্ম সূচি চলবে এই আর্থিক সাহায্য পেয়ে সাধারণ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা খুব খুশি এমন উদ্যোক্তা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা জানাই অশেষ অশেষ ধন্যবাদ তিনি এই ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেমন উপকার করছে তাতে ধন্যবাদ জানান ওই এলাকার বাসিন্দা দিলদার আলী