December 12, 2024

লেনিনের মূর্তি মূর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

1 min read
নিউজ ডেস্ক (বর্তমানের কথা) ঃ  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশের বিভিন্ন অংশ থেকে মূর্তি ভাঙার খবর আসছে।যেমন, ত্রিপুরায় ভাঙা হয়েছে লেনিনের দুটি মূর্তি। টালিগঞ্জে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। অন্যদিকে, দক্ষিণে পেরিয়ারের মূর্তি ভাঙার হুমকি দিয়েছেন এক বিজেপি নেতা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। 
বুধবার আরও একটি লোনিনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে আগরতলার সাবরুম মোটর স্ট্যান্ড এলাকায়।ইতিমধ্যেই দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় একটি লেনিন মূর্তি ভেঙে ফেলা হয়। ওই ঘটনার  নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ‌যারা ওইসব ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেই অভিযুক্তদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।
লেনিন মূর্তি ভাঙা প্রসঙ্গে মঙ্গলবারই ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথগত রায়। নতুন সরকার না শপথ নেওয়া প‌র্যন্ত  রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখাতে নির্দেশ দেন রাজনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *