October 7, 2024

লঙ্কা আক্রমনের মতো জয় শ্রীরাম ধ্বনিতে বিজেপির নমিনেশন পর্ব কালিয়াগঞ্জ ব্লকে

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা। চৈত্র মাসের কাল চৈতী হাওয়া যে বৈশাখের আগেই কাল বৈশাখী
ঝড় নিয়ে আছরে পরবে কালিয়াগঞ্জ ব্লক চত্ত্বর এলাকায় তার অনুমান কয়েকদিন আগে
থেকেই বোঝা যাচ্ছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আবহাওয়া দপ্তর অনেক আগে থেকে আবহাওয়ার আগাম সতর্ক বার্তা
জনগনের উদ্দেশ্যে প্রচার করে সাবধানতা অবলম্বনের জন্য কিন্তু কালিয়াগঞ্জ শহরে
পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন পর্বে আজ ভারতীয় জনতা পার্টির কয়েক হাজার  কর্মী
, সমর্থকরা লঙ্কা আক্রমনের মতো জয় শ্রীরাম ধ্বনি, লাঠি,তীর ধনুক নিয়ে ও
মাদল বাজিয়ে যেভাবে কাল বৈশাখী ঝড়ের মতো আছরে পরলো কালিয়াগঞ্জ শহর সহ ব্লক চত্ত্বর
এলাকায় তা এককথায় নজিরবিহীন। কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মহেন্দ্রগঞ্জের
নাটমন্দির প্রাঙ্গণে সকাল ১০টা থেকেই জমায়েত হতে শুরু করে সব কয়টি গ্রাম
পঞ্চায়েত এলাকার এবং শহরের বিজেপি কর্মী সমর্থকরা। ট্রেকার
, ভুটভুটি করে কর্মী সমর্থকরা ঝান্ডা , লাঠি, তীর ধনুক নিয়ে ও
ধামসা মাদল বাজিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জড়ো হতে থাকে নাটমন্দির প্রাঙ্গণে। ২
ঘন্টার মধ্যেই উক্ত এলাকা বিজেপি কর্মী সমর্থকদের ভীরে উপচে পরে। পঞ্চায়েত
নির্বাচনের নমিনেশন পর্বে লঙ্কা আক্রমনের মতো বিজেপি নেতৃত্ব
,কর্মী , সমর্থকদের এমন
রনাঙ্গন অবস্থা দেখে নাটমন্দির চত্ত্বরে বিজেপি নেতৃত্বদের কাছে প্রশ্ন করা হয়
এমন রনাঙ্গনের ভাবমূর্তি কেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 উত্তরে বিজেপি নেতৃত্ব ক্ষিপ্ত হয়ে বলেন কয়েকদিন
ধরেই কালিয়াগঞ্জ সহ বিভিন্ন ব্লকে শাষক দল তৃণমূল কংগ্রেসের মাসল ম্যানদের তান্ডব
ও মাসল পাওয়ারের অত্যাচারে কোন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের নমিনেশন জমা করতে
পারছে না এবং উন্নয়নের নামে মানুষকে ভয় দেখিয়ে
, গনতন্ত্রকে হত্যা করে , বিজেপি কর্মী , সমর্থকদের মারধর করে ত্রিস্তর পঞ্চায়েত দখল করতে চাইছে শাষক দল তৃণমূল
কংগ্রেস। শুধু কর্মী
, সমর্থকরা নয়,
তাই আজ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ সাড়া দিয়েছে
বিজেপির নমিনেশন পর্বে উপস্থিত হয়ে
, একথা জানা গেল নাটমন্দির এলাকায় উপস্থিত সকল ধরনের মানুষের সাথে কথা বলে।

 বেলা ১টায় বিজেপি নেতৃত্বরা কয়েক হাজার জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মানুষের মিছিল
নিয়ে নাটমন্দির প্রাঙ্গণ থেকে রওনা দেয় বিডিও অফিসে নমিনেশন জমা করার উদ্দেশ্যে।
বিগত কয়েকদিন ধরে ব্লক অফিস চত্ত্বর

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকায় শাষক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের
জমায়েত ছিল তা আজকের বিজেপির নমিনেশন পর্বে মিছিলের সময় দেখা যায় নি। মিছিল
চলাকালে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেওয়া ভক্তরা বলছিলেন রাম ভক্ত মাসল ম্যানদের
জন্যে নাকি হাসপাতাল রোড আজ  ফাঁকা হয়ে
গেছে। আজকের বিজেপির নমিনেশন পর্ব ও তাকে ঘিরে যে বিজেপি কর্মী
, সমর্থকদের স্বতঃস্ফূর্ত জমায়েত কালিয়াগঞ্জ শহরের বুকে
তাতে করে আগামী দিনের অনেক প্রশ্ন সুপ্ত হয়ে থাকলো বলে মত প্রকাশ করলেন
মহেন্দগঞ্জ এলাকার কয়েকজন ব্যাবসায়ী। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কয়েকজন পুরনো
দিনের তৃণমূল কংগ্রেস কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদের মধ্যে দুইজন ঠাট্টা করে বললেন ভাল ভাল
প্লেয়ার সমৃদ্ধ মোহনবাগান ফুটবল টীম যেমন কোচের স্ট্যাটিজি ভুলে ইস্টবেঙ্গল
ক্লাবের কাছে গোল খেয়ে লীগ টেবিলের শীর্ষে থেকেও ছিটকে যায় ঠিক তেমনি নমিনেশন
পর্বে কার বা কাদের স্টাটিজির ভুলে বিজেপি হাইলাইটস হয়ে গোল করে গেল। আগামী ৫ মে
বিজেপি বর্তমানের বিশ্ব বাংলার উন্নয়ন মুখী সমৃদ্ধ  সারা মাঠ জুড়ে কিভাবে খেলবে সেটা ভবিষ্যত বলবে
তবে কাল বৈশাখীর ঝড় কিন্তু আছড়ে পরতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *