সদ্য প্রয়াত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর স্মরণে "স্টিফেন হকিং – বিজ্ঞান ও সমাজ/সময়" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে
1 min read
রক্তিম সরকার,(রায়গ্নজ) : সদ্য প্রয়াত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর স্মরণে “স্টিফেন হকিং – বিজ্ঞান ও সমাজ/সময়” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে।এই আলোচনা সভায় রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য এবং বিজ্ঞানমনস্ক মানুষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনাসভায় ছাত্র ছাত্রীদের মধ্যে স্টিফেন হকিং এর উল্লেখযোগ্য গবেষনা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, হকিং বিকিরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পরার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহাবিশ্বের সৃষ্টি রহস্যের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করে পৃথিবীর সকল প্রান্তের বিজ্ঞানীদের নজর কেড়েছিলেন স্টিফেন হকিং। এদিনের আলোচনাসভার অন্যতম উদ্যোক্তা ডাঃ জয়ন্ত ভট্টাচার্য বলেন, স্টিফেন হকিং কৃষ্ণগহ্বর ও তার ইভাপোরেশনের তত্বের জন্য যেমন বিশ্ব খ্যাতি লাভ করেছেন ঠিক তেমনি ২০১৩ সালে ইজরাইল প্যালেস্টাইনে ক্রমাগত বোমা ফেলে যে বিধ্বংসী আক্রমণ হেনেছিলো তার পরবর্তী সময়ে সেখানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কস্মিক কনফারেন্স আমন্ত্রন পেয়েও সেই সভায় যোগদানে অস্বীকার তার সমাজসচেতনার প্রমাণ মেলে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});