“এসো আমরা শপথ করি গো, হিংসা নয় আর কোনওখানে। সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির নির্বাচনে।”
1 min read
বাগনান:- সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির
নির্বাচনে” “রবীন্দ্রনাথ নজরুল নেতাজি বিবেকানন্দর ভূমে, । হিংসাকে দূরে ঠেলে পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ
রাখতে গ্রামে গ্রামে গানের মধ্যে দিয়ে এরকমই শান্তির বাণী প্রচার করে চলেছেন এক
বাউল পরিবার। আজ সকালে বাগনান থানার
কালিকাপুরে দামোদর নদের তীরে দেখা হল এই বাউল পরিবারটির সঙ্গে। তখন তাঁরা গাইছেন, “এসো আমরা শপথ করি গো,
হিংসা নয় আর
কোনওখানে। সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির নির্বাচনে।”
নির্বাচনে” “রবীন্দ্রনাথ নজরুল নেতাজি বিবেকানন্দর ভূমে, । হিংসাকে দূরে ঠেলে পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ
রাখতে গ্রামে গ্রামে গানের মধ্যে দিয়ে এরকমই শান্তির বাণী প্রচার করে চলেছেন এক
বাউল পরিবার। আজ সকালে বাগনান থানার
কালিকাপুরে দামোদর নদের তীরে দেখা হল এই বাউল পরিবারটির সঙ্গে। তখন তাঁরা গাইছেন, “এসো আমরা শপথ করি গো,
হিংসা নয় আর
কোনওখানে। সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির নির্বাচনে।”
তাঁদের চারপাশে তখন অনেকগুলি উৎসুক মুখের
ভিড়। সকলের অনুরোধে একতারা বাজিয়ে একের পর এক গান গেয়ে চলেছেন মহিলা বাউল শিল্পী
নবনীতা সিনহা। সঙ্গে দোতারা বাজিয়ে তাঁকে সঙ্গত করছেন তাঁর স্বামী সুবীর সিনহা।
শুধু তাই নয়, তাঁদের দুই সন্তান দশ বছরের দেবাদৃত ও আট
বছরের দেবান্বিৎ ডুগি ও খঞ্জনি বাজিয়ে তাদের মা-বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে
চলেছে। সুবীরবাবুর অসাধারণ কথা ও সুরে এবং নবনীতাদেবীর সুরেলা কণ্ঠের জাদুতে
গানগুলি গ্রামের মানুষদের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়েছে। প্রতিটি গানের শেষে
হাততালি ও প্রশংসাসূচক অব্যয় ভেসে আসছিল গ্রামবাসীদের কাছ থেকে। বাগনান থানার
বাগুর গ্রামের বাসিন্দা সুবীরবাবু পেশায় একজন শিক্ষক। এছাড়াও তিনি তথ্য ও সংস্কৃতি
দপ্তরের নথিভুক্ত বাউল শিল্পী হিসাবে পরিচিত।
ভিড়। সকলের অনুরোধে একতারা বাজিয়ে একের পর এক গান গেয়ে চলেছেন মহিলা বাউল শিল্পী
নবনীতা সিনহা। সঙ্গে দোতারা বাজিয়ে তাঁকে সঙ্গত করছেন তাঁর স্বামী সুবীর সিনহা।
শুধু তাই নয়, তাঁদের দুই সন্তান দশ বছরের দেবাদৃত ও আট
বছরের দেবান্বিৎ ডুগি ও খঞ্জনি বাজিয়ে তাদের মা-বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে
চলেছে। সুবীরবাবুর অসাধারণ কথা ও সুরে এবং নবনীতাদেবীর সুরেলা কণ্ঠের জাদুতে
গানগুলি গ্রামের মানুষদের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়েছে। প্রতিটি গানের শেষে
হাততালি ও প্রশংসাসূচক অব্যয় ভেসে আসছিল গ্রামবাসীদের কাছ থেকে। বাগনান থানার
বাগুর গ্রামের বাসিন্দা সুবীরবাবু পেশায় একজন শিক্ষক। এছাড়াও তিনি তথ্য ও সংস্কৃতি
দপ্তরের নথিভুক্ত বাউল শিল্পী হিসাবে পরিচিত।
তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু জায়গা থেকে
বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। তাই তিনি গ্রামের মানুষের কাছে বার্তা দিতে চান যে ভোট
আসবে ভোট যাবে কিন্তু সেই ভোটকে কেন্দ্র করে কোনওভাবেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ,
নজরুল, নেতাজির পুণ্যভূমিকে রক্তাক্ত হতে দেওয়া যাবে পরিশেষে
নবনীতাদেবীর সঙ্গে গলা মিলিয়ে গ্রামবাসীদের কেউ কেউ গেয়ে উঠলেন, ”সারা বিশ্ব জানে ভারত নানা ধর্মের দেশ, এখানে নানান মানুষ নানান মত তাদের অন্তরে নেই দ্বেষ।”