রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুভ নববর্ষে পুরোনো বস্ত্র বিলির উদ্যোগ নেওয়া হয় জেলার গরিব মানুষদের মধ্যে
1 min read
রায়গঞ্জ রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে শুভ নববর্ষে পুরোনো বস্ত্র বিলির উদ্যোগ নেওয়া হয় জেলার গরিব মানুষদের মধ্যে । এদিন জেলা পুলিশ সুপার শ্যাম সিং রায়গঞ্জ থানা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । পুরোনো অব্যবহৃত জামা–কাপড় দানের জন্য একটি দান বাক্সের উদ্বোধন হয় এদিন। এই বাক্সতে ইচ্ছুক জন সাধারণ তাদের অব্যবহৃত পুরোনো জামা কাপড় দান করতে পারবেন।এদিনের অনুষ্ঠানে পুলিশ কর্মচারীরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান জমাকৃত জামা–কাপড় উত্তর দিনাজপুর জেলা পুলিশের দায়িত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, থানা অথবা অন্যান্য সংস্থার মাধ্যমে জেলার গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে । পাশাপাশি এদিন গত এক মাসের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষের মোটর বাইক, মোবাইল,
ট্যাব, পিতলের মূর্তি চুরি হয় তাদের হাতে হারানো সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, সাধারণ মানুষের স্বার্থেই জেলা পুলিশের উদ্যোগে এ
ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা অনেকেই পুরোনো জামা–কাপড় ব্যবহার না করে বাক্সে বন্দী করে রাখি।
ট্যাব, পিতলের মূর্তি চুরি হয় তাদের হাতে হারানো সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, সাধারণ মানুষের স্বার্থেই জেলা পুলিশের উদ্যোগে এ
ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা অনেকেই পুরোনো জামা–কাপড় ব্যবহার না করে বাক্সে বন্দী করে রাখি।
সেই অব্যবহৃত জামা কাপড়গুলো গরিব মানুষকে দান করলে তারা উপকৃত হবেন। আগামীদিনে যে সমস্ত বয়স্ক মানুষ বাড়িতে একা থাকেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রণাম কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। সেই সঙ্গে গ্রামগঞ্জে যে সমস্ত দুস্থ ছেলে–মেয়েরা অর্থের অভাবে টিউশন নিতে পারছেন না তাদের জন্য গড়ে তোলা হবে টিউটোরিয়াল হোম। অনেক উচ্চ শিক্ষিত সিভিক ভলান্টিয়ার রয়েছেন তারাই সেই সমস্ত টিউটোরিয়াল হোমে গিয়ে দুস্থ ছাত্র–ছাত্রীদের পাঠদান করবেন বলে জানান তিনি। “মানবিক রায়গঞ্জ “এর সদস্যরা
গর্বিত এই মহৎ কাজে সামিল হতে পেরে।