December 12, 2024

কালিয়াগঞ্জ পৌরশহরে একসাথে তিনটি উন্নত মানের শ্মশান নির্মাণের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে

1 min read
তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর-কালিয়াগঞ্জ পৌর শহরের নাগরিকদের দাবি ছিল শহরে বতমানে যে
শ্মশান আছে তা সময়ের সাথে তাল মিলিয়ে একেবারেই উপযুক্ত নয়।কালিয়াগঞ্জ পৌর
নাগরিকদের দাবিকে সন্মান জানিয়ে 

কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর
সভার চেয়ারম্যান কার্তিক পাল সম্প্রতি শহরের শান্তি কলোনীর পুরানো শ্মশান শেঠ
কলোনীর পুরানো শ্মশান ও নতুন করে মজলিসপুরে একটি উন্নতমানের শ্মশানের নির্মাণের
কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছেন বলে জানালেন পৌর সভার চেয়ারম্যান কার্তিক
পাল।


সোমবার এক সাক্ষাৎকারে চেয়ারম্যান কার্তিক পাল বলেন শহরের শান্তি কলোনিতে
অবস্থিত শ্মশানকে উন্নতমানের শ্মশান তৈরি করবার জন্য ইতিমধ্যেই দ্রুত গতিতে কাজ
শুরু করে দেওয়া হয়েছে।কার্তিকবাবু বলেন শান্তি কলোনীর শ্মশান ও শেঠ কলোনীর
বুরিপুকুরের শ্মশান নির্মাণের জন্য এক কোটি টাকা করে ও মজলিসপুরের নুতন শ্মশানের
জন্য ব্যয় করা হবে ৮৫ লক্ষ টাকা।চেয়ারম্যান কার্তিক পাল বলেন তিনটি শ্মশানেই যাতে
সব রকমের সুযোগ সুবিধা থাকে তার দিকে দৃষ্টি রেখেই কাজ শুরু করা হয়েছে। 


 কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন
সমস্যা সমাধানে এবং কালিয়াগঞ্জ পৌর শহরকে উন্নতমানের একটি শহরে পরিনত করাই হবে তার
মূললক্ষ। তিনি বলেন বিগত ৩০বছরের  মধ্যে
কালিয়াগঞ্জ পৌর শহরে একসাথে এত উন্নয়ন মূলক কাজ এর পূর্বে কোনদিন হয়নি।


যা শাসক
দলের পক্ষেই একমাত্র সম্ভব।কালিয়াগঞ্জ শহরকে সবদিক দিয়ে একটি প্রকৃত পৌরশহরে রূপ
দেওয়াই হবে তার স্বপ্ন বলে চেয়ারম্যান কার্তিক পাল বলেন।তিনি বলেন আগামী দুই বছরের
মধ্যে কালিয়াগঞ্জ পৌর শহরের অনেক পরিবর্তন ঘটে যাবে ।চেয়ারম্যান কার্তিক পাল বলেন
খুব শীঘ্রই কালিয়াগঞ্জ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার সাথে সর্বত্রই উন্নত
মানের বিদ্যুতের আলো বসানো শুরু হয়ে যাবে। শহরের কোথাও পুরানো কোন আলো থাকবেনা বলে
জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *