৮ বছরের মেয়ে আশিফা বানু কে পাশবিকভাবে গণধর্ষন ও হত্যার প্রতিবাদে রায়গঞ্জ এর ছাত্রছাত্রীদের দ্বারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল
1 min read
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অদূরেই মুসলমান অধ্যুষিত কাঠুয়া নিবাসী গুজ্জার গোত্রের জনাব ইউসুফ পুজওয়ালার মাত্র ৮ বছরের মেয়ে আশিফা বানু কে পাশবিকভাবে গণধর্ষন ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষণ এর মত ঘৃণ্য কাজের বিরুদ্ধে দেশের আইনব্যবস্থায় কঠোর সাজা চালু করার দাবিতে রায়গঞ্জ এর ছাত্রছাত্রীদের দ্বারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করল, সোমবার শহরের বিদ্রোহী মোড় এলাকার গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু করে এই মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে,এই প্রতিবাদ মিছিলের অন্যতম আহ্বায়ক আকাশ চাকী – ‘রায়গঞ্জ দিচ্ছে ডাক ধর্ষন নিপাত যাক’,’জাতপাত মানুক হার/ধর্ষকের নেইকো ছাড়’,’কত শিশু মরলে পরে আইন তুমি কঠোর হবে?’,’আইন যদি কঠোর হয় ধর্ষক পাবেই ভয়’ এই সব স্লোগান মিছিলে তুলে ধরে।এই প্রতিবাদ মিছিলে ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছে ‘শারীরিক মানসিক যে কোনো
নির্যাতন ই চরম অপরাধযোগ্য কাজ, তাই সমাজের জন সাধারণের কাছে আমাদের অনুরোধ আপনারা কেউই এরকম জঘন্য তম কাজের সঙ্গে লিপ্ত হবেন না,আর যারা এমন ধরনের কাজ করেছেন আমাদের বোন এর মত আসিফার সাথে তাদের দৃষ্টান্তমূলক সাজা হয়”,তারা আরো জানায় যেঁ,’শুধু আসিফা নয় আমাদের সমাজে প্রতিনিয়ত মহিলাদের ওপর নির্যাতনের মাত্রা ছড়াচ্ছে,এই অবস্থায় আমাদের একটাই অনুরোধ আসুন আমরা সবাই এই জঘন্যতম কর্মকান্ডের বিরুদ্ধে সকলে একত্রিত হই’।