December 10, 2024

বাইপাসে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিডোমিটার, একাধিক জায়গায় বসছে ক্যামেরা

1 min read

বাইপাসে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিডোমিটার, একাধিক জায়গায় বসছে ক্যামেরা

 পরপর দুর্ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জবাসী। ৪ লেনের বাইপাসে বহু সাধারণ মানুষের মৃত্যুর জেরে এবার প্রতিটি গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখতে বাইপাসে বসানো হচ্ছে স্পিডোমিটার। রায়গঞ্জের রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত ১০ থেকে ১২ জায়গায় এই নতুন ক্যামেরা বসতে চলেছে বলে জানালেন ঠিকাদার সংস্থার প্রতিনিধি বিনয় যাদব।তিনি জানান, ‘আপাতত ১২টি দুর্ঘটনাপ্রবণ জায়গায় বসানো হচ্ছে এই সিসি ক্যামেরা এবং স্পিডোমিটার।

 

যা নিয়ন্ত্রণ করবে টোল প্লাজা। এই তথ্য দেখে দুর্ঘটনার কারণ জানা যাবে। পাশাপাশি, কোন গাড়ি কতটা গতিবেগে চলছে তার তথ্যও জমা হবে। পরবর্তী পর্যায়ে জরিমানা ধার্য করা,লাইসেন্স কেড়ে নেওয়ার মতো কাজ করবে সংশ্লিষ্ট দপ্তর।’এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলি। তিনি বলেন, ‘আমার এই পঞ্চায়েতে ভয়ংকর সব দুর্ঘটনা ঘটেছে। এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এমন কাজের প্রশংসা করেছেন বাইপাসের ধারের বাসিন্দারা। তিনি জানান, ‘স্পিডোমিটার লাগালেই হবে না। সঠিকভাবে তথ্য সংগ্রহ করার পাশপাশি কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। তাহলে বাইপাসে অসামাজিক কার্যকলাপ কমবে এবং দুর্ঘটনার আশঙ্কা কমবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *