December 26, 2024

রায়গঞ্জে শুরু হল নতুন বর্জ্য প্রসেসিং ইউনিট

1 min read

রায়গঞ্জে শুরু হল নতুন বর্জ্য প্রসেসিং ইউনিট

বরাদ্দ প্রায় ১১ কোটিপশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর দপ্তরের নির্দেশে শনিবার দুপুরে বন্দর শ্মশানে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ এবং বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনার জন্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ। এই কাজে রাজ্য সরকারের তরফে প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস।

তিনি জানান, ‘যে কোনও শহরেই কঠিন বর্জ্য পদার্থ একটা বড় সমস্যা। ২০১৬ সালের আইন অনুযায়ী আমরা এদিন থেকে সেই ব্যবস্থাপনার শরিক হলাম। তাঁর কথায়, সুসংহত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-২০১৬, আইনানুসারে কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ এবং বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনার জন্য এই ইউনিট বসাতেই হত। এতে শহরের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিশা আসবে।’ তাঁর সংযোজন, ‘এছাড়াও এই কাজের অঙ্গ হিসেবে বন্দর শ্মশান থেকে ইসকন মন্দিরের সামনের স্লুইস গেট পর্যন্ত প্রায় ১ কিমি দীর্ঘ রাস্তা কংক্রিটের তৈরি হবে। ফলে বাঁধ রোডের গুরুত্বও বাড়বে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কোর্ডিনেটর সহ বণিকসভার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *