December 27, 2024

দলে যোগ দেওয়ার চাপ দিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

1 min read

দলে যোগ দেওয়ার চাপ দিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

শিলিগুড়ি(নিউজ এশিয়া):- নির্বাচনের পরবর্তী হিংসার ছবি দেখা গেল শিলিগুড়ির ৩৯ নং ওয়ার্ডে। ওই ওয়ার্ডের এক বিজেপি কর্মী অশীত পালকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই নিয়ে শনিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা BJP কর্মীকে মারধর করে, বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই নেতা এরই প্রতিবাদে এদিন তারা ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে। সেই সময় তাদেরকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পরবর্তীতে বিধায়কসহ কিছু নেতা থানার ভিতরে প্রবেশ করে অভিযোগ জমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *