খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী, অপহরণের অভিযোগ পরিবারের
1 min readখেলতে গিয়ে নিখোঁজ কিশোরী, অপহরণের অভিযোগ পরিবারের
মালদা(নিউজ এশিয়া):- খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী।চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে।মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা।৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস(১৩)।
তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায়।নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন,এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায়।সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি।আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি।কোন খোঁজ পাচ্ছি না।কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।