বাড়িতে মজুত নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকান্ড।
1 min readবাড়িতে মজুত নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকান্ড।
মালদা(নিউজ এশিয়া):-বাড়িতে মজুত নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার, সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা, পেশায় নারকেল ব্যবসায়ী ঘনশ্যাম মন্ডলের বাড়িতে
এদিন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তার বাড়ির মজুত ছিল নারকেলের ছোবা। শর্ট সার্কিটের জেরে সেই ছোবাতেই আগুন লাগে। এরপর সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে বাড়ির জিনিসপত্রের কোন ক্ষতি না হলেও, বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা পুড়ে ছারখার হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।