ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী কোচবিহার পৌরসভা।
1 min readডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী কোচবিহার পৌরসভা।
কোচবিহার(নিউজ এশিয়া):- ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী কোচবিহার পৌরসভা। শনিবার স্টেট ডেভেলপমেন্ট অথোরিটির পক্ষ থেকে পৌরসভার দায়িত্বে থাকা আধিকারিকরা ডেঙ্গুর উপর সার্ভে করেন কোচবিহার শহরের ১১ নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডে।
এই ওয়ার্ডের বাড়িগুলির কোথায় কোথায় জল জমে আছে এবং সেখানে কিভাবে ডেঙ্গু রোগ বাহিত মশা জন্ম নিতে পারে সে বিষয়ে সচেতন করা হয়। এ বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন বর্তমান সময়ের ডেঙ্গু রোগ বেড়েই চলেছে। এই রোগ প্রতিরোধ করা দরকার। তাই আমাদের আধিকারিকরা কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডেঙ্গুর রোগ কিভাবে ছড়াতে পারে সে বিষয়ে সচেতন করছে।