December 10, 2024

দেবী শেঠির ধাঁচে হেলথ কেয়ার সিস্টেম তৈরি করে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেবে সর্বভারতীয় নিট পরীক্ষায় ৭০১ পাওয়া কালিয়াগঞ্জের পৌনব

1 min read

দেবী শেঠির ধাঁচে হেলথ কেয়ার সিস্টেম তৈরি করে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেবে সর্বভারতীয় নিট পরীক্ষায় ৭০১ পাওয়া কালিয়াগঞ্জের পৌনব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ জুন: স্বাস্থ্য কর্মী মা নবনীতা দাসের একমাত্র স্বপ্ন ছিল তার একমাত্র পুত্র পৌনব যেন নামকরা চিকিৎসক হয়ে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিতে পারে।কালিয়াগঞ্জের পৌনবের মা নবনীতা দাস ও বাবা পুলক দাসের স্বপ্ন স্বার্থক হতে চলেছে তার ছেলের সর্ব ভারতীয় নিট পরীক্ষায় ৭২০ র মধ্যে ৭০১ নম্বর পেয়ে ভারতবর্ষের মধ্যে ১৫১১ রাঙ্কিং করায়।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের চীরাইল পাড়ার বাসিন্দা পৌন দাস ।

 

জানা যায় বাবা স্কুল শিক্ষক পুলক দাস ও মা স্বাস্থ্য কর্মী নবনীতা দাসের বক্তব্য থেকে জানা যায় ছেলের প্রবল ইচ্ছাশক্তি একজন ভালো চিকিৎসক হবার দৃঢ় মানসিকতা পৌনব কে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেছে বলেই তাদের বিশ্বাস।শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগজের কলেজ পাড়ার আই সি এস ই অনুমোদিত নিবেদিতা একাডেমির প্রাক্তন ছাত্র পৌনব দাসের এই অসাধারন সাফল্যের সৌজন্যে তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। নিবেদিতা একাডেমির পক্ষ থেকে পৌনবকে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেন প্রিন্সিপাল মি: লরেন্ড,বিদ্যালয়ের কর্ণধার প্রসূন দাস সুপ্রিয়া দাস।সংবর্ধনার উত্তরে পৌনব দাস বলেন ছোট বেলা থেকে শুধু তার চিকিৎসক হবার ইচ্ছায় যে ছিল তা নয় পৌনব বলে সে ভবিষ্যতে নিউরোসার্জন হয়ে উত্তর দিনাজপুর জেলায় তার আইকন দেবী শেঠির মত হেলথ কেয়ার তৈরি করে গরীবদের চিকিৎসা পরিষেবা দেবার ব্যাবস্থা করে তার নিজের ও বাবা ও মায়ের স্বপ্নের স্বার্থক রূপ দেবে বলে জানায়। জানা যায় পৌনব প্রাথমিক শিক্ষা কালিয়াগঞ্জের নিবেদিতা একাডেমি,এর পরবর্তীতে রায়গঞ্জের টেকনো ইন্ডিয়া থেকে শতকরা ৯৬ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক এবং ভুবনেশ্বর সাই ইন্টার ন্যাশনাল স্কুল য়থেকে শতকরা ৯৬ পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়।য়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *