তুলনামূলকভাবে দাম বৃদ্ধি টমেটোর। বর্তমানে ৬০০ টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে।।
1 min readতুলনামূলকভাবে দাম বৃদ্ধি টমেটোর। বর্তমানে ৬০০ টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে।।
জলপাইগুড়ি (নিউজ এশিয়া):- তুলনামূলকভাবে দাম বৃদ্ধি টমেটোর। বর্তমানে ৬০০ টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে।।। দাম আরো বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা।।। কেননা জমিতে উৎপাদন কম রয়েছে।।।। উল্লেখ্য টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নাম কে খানিকটা স্মরণ করিয়ে দেয় ।।।।। কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ি অনেকটাই পরিচিতি আন্তর্জাতিক মহলে।।
। তবে টমেটো কে গ্রাম বাংলার মানুষরা হাইব্রিড নামে আখ্যা দিয়েছেন।।।।। বর্তমানে ৬০০ টাকা মণ টমেটো থাকলেও খুব শীঘ্রই দাম বাড়তে পারে।।। এমনটাই জানালেন টমেটো চাষী মহানন্দ রায়।।। তিনি বলেন বর্তমানে ৬০০ টাকা মণ টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে।।।। তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে।।। কেননা জমিতে উৎপাদন কম রয়েছে।।।। মহানন্দ বাবু বলেন এ বছর তো টমেটোর সিজিন শেষ হতে চলছে।। তবে আগামী বছর আরও বেশি করে টমেটো চাষ করবেন তারই প্রস্তুতি নেবেন।