December 10, 2024

জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন… ২ টোর পর বন্ধ সরকারি অফিস

1 min read

জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন… ২ টোর পর বন্ধ সরকারি অফিস

জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার জামাইষষ্ঠীর দিন  দুপুর ২ টোর পর সরকারি অফিস বন্ধ থাকবে বলে রাজ্যের অর্থ দফতর  নির্দেশিকা জারি করেছে।আসছে জামাইষষ্ঠী৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে৷ আর কথায় আছে জামাই আদর৷৷ ফলে জামাইষষ্ঠীর এই নিয়মে যেন একটু বেশিই আয়োজন৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয়  জামাইষষ্ঠী৷বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, পাত পেড়ে অতিথিকে বসিয়ে খাওয়ানোটা সবেতেই দেখা যায়।

আর কয়েক মাস বাদেই তেমন এক উৎসব আসছে। এক দিনের উৎসব হলেও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করতে অনেক বাঙালি মা-ই দু’তিনদিন ব্যয় করেন।এই বছর জুন মাসের ১২ তারিখ এই দিনটি উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *