December 26, 2024

অবৈধ সম্পর্কের জের, ভরদুপুরে চলল গুলি! শোরগোল কালিয়াগঞ্জে

1 min read

অবৈধ সম্পর্কের জের, ভরদুপুরে চলল গুলি! শোরগোল কালিয়াগঞ্জে

অবৈধ সম্পর্কের জের  প্রতিবাদ করায় ভরদুপুরে গুলি চলল কালিয়াগঞ্জে  শুক্রবার দুপুরে স্থানীয় ১১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক যুবকের। মহিলা বিবাহিত, তাঁর সন্তানও রয়েছে। অন্যদিকে যুবকও বিবাহিত। এনিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

 

ঘটনার প্রতিবাদে সরব হন এলাকার প্রবীণ বাসিন্দা উমাচাঁদ দেবশর্মা।সম্প্রতি দিন দশেক ধরে মহিলার খোঁজ নেই। সন্তানদের ফেলে রেখে ওই যুবকের সঙ্গে মহিলা পালিয়ে গিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এদিন হঠাৎ এক যুবক ও যুবতীকে সঙ্গে নিয়ে এলাকায় আসে অভিযুক্ত। বন্দুক উঁচিয়ে গুলিও চালায় সে। প্রত্যক্ষদর্শী লাকি সাহানী ওরফে সনুর অভিযোগ, দ্বিতীয় গুলিটি তাঁকে তাঁক করে করার চেষ্টা করলে সফল না হওয়ায় তৎক্ষনাৎ বাইক নিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত ৷ ঘটনায় কেউ হতাহত হননি। গুলির আওয়াজে পাড়ার লোকজন ছুটে আসতেই বিপদ বুঝে নিজের সহযোগীদের বাইক থেকে নামিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। সহযোগী ওই যুবক ও যুবতীকে আটক করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান, এলাকা থেকে কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে৷ ঘটনার প্রেক্ষিতে অভিযোগ না দায়ের হলেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *