December 26, 2024

মিডিয়া-টেলিভিশন জগতে ইন্দ্রপতন! প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও

1 min read

মিডিয়া-টেলিভিশন জগতে ইন্দ্রপতন! প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও

টেলিভিশন ও মিডিয়া জগতে ইন্দ্রপতন! প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও ৷ শনিবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছে ইটিভি নেটওয়ার্কের জনক ও মিডিয়া কিংবদন্তি ৷ বেশ কিছুদিন ধরেই চিকিৎসারত ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর ৷

 

ইনাডু গ্রুপের চেয়ারম্যান কিংবদন্তি রামোজি রাও প্রয়াত হয়েছেন শনিবার রাত ৩.৪৭-এ, গত ৫ জুন ২০২৪ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টতে ভুগছিলেন তিনি ৷ অস্ত্রোপচারের পরে ভেন্টিলেশনে ছিলেন তারপর থেকেই পরিস্থিতির অবনতি হয় ৷ বেশ কয়েক বছর আগে ক্যানসারকে হারিয়েছিলেন, কিন্তু এবার আর শেষ রক্ষা করা সম্ভব হলনা ৷ বিদায় নিলেন রামোজি রাও, শেষ হল একযুগের ৷তাঁর মরদেহ নিয়ে আসা হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে বহু গুণের অধিকারী ছিলেন পদ্মবিভূষণ রামোজি রাও, মিডিয়া ও টেলিভিশনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেলিনে তিনি ৷ সংবাদ হোক বা বিনোদন রামোজি রাও নতুন দৃষ্টিতে প্রতিষ্ঠিত করেছিলেন সমস্ত কিছু ৷ইটিভি নেটওয়ার্কের জনক রামোজি রাও, নিখুঁত, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটি আলাদা জগত তৈরি করেছিলেন ৷ পৃথিবীর সব থেকে বড় ফিল্ম সিটি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিরও জনক তিনি, তাঁর প্রয়াণে এক বড় শূন্যতার সৃষ্টি হল যা সহজে পূরণ হওয়ার নয় ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *