কালিয়াগঞ্জ শহরের রেশনের দোকানে নিম্ন মানের খাদ্য সরবরাহের অভিযোগ,বিজেপি বিক্ষোভে নামতে চলেছে_
1 min readকালিয়াগঞ্জ শহরের রেশনের দোকানে নিম্ন মানের খাদ্য সরবরাহের অভিযোগ,বিজেপি বিক্ষোভে নামতে চলেছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রেশন দোকান গুলিতে নিম্ন মানের আটা, ওজনে কম প্রভৃতি বিষয় নিয়ে সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।জানা যায় কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রেশনের দোকানে আটা দেওয়া নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে।
।তাদের বক্তব্য অধিকাংশ দিন রেশনের দোকানে সাধারন মানুষদের5 রেশনে আটা দেওয়া হয়না।যদিওবা কোন দিন আটা দেওয়া হয় সেদিন দেখা যায় আটার এক কেজির ওজনের পাকেটে দেড়শো থেকে দুশো গ্রাম আটা কম থাকছে বলে এলাকা বাসীদের অভিযোগ। গৌরাঙ্গ দাস খবর পাবার সাথে সাথে কালিয়াগঞ্জ শহরের একটি রেশনের দোকানে চলে যায়।সেখানে গেলেই রেশন প্রপকরা তাকে তাদের অভিযোগ জানিয়ে বলেন কেন তাদের রেশনে আটা দিচ্ছে না?যদিও বা কোন কোন দিন আটা পাওয়া যায় সেই আটার মানযেমন নিম্ন মানের তেমনি ওজনেও কম থাকে।এই অভিযোগ পেয়ে খাদ্য দপ্তরের পরিদর্শকের কাছে কমিশনার গৌরাঙ্গ দাস ফোন করলে খাদ্য দপ্তরের পরিদর্শক তার উত্তরে বলেন তার কাছে এখনো পর্যন্ত কেও কোন অভিযোগ করেন নি।এই কথা শুনেই কমিশনার গৌরাঙ্গ দাস খাদ্য দপ্তরের পরিদর্শককে বলেন ঘরে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে দেখুন অনেক অভিযোগ পাবেন। বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন রেশনের দোকানের কর্মচারী এবং পরিদর্শক মিলে মিশে একাকার হলে যা হবার তাই হচ্ছে।