কথা রাখলেন রায়গঞ্জের বিধায়ক, প্রতিবন্ধী শিশুর বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন হুইল চেয়ার
1 min readকথা রাখলেন রায়গঞ্জের বিধায়ক, প্রতিবন্ধী শিশুর বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন হুইল চেয়ার
তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জবিধায়ক আপনার দরজায়। বছর খানেক আগেই এই প্রকল্প চালু করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। আর বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যা কথা শোনেন। তখনই এক মা বিধায়কের কাছে অনুরোধ জানিয়েছিলেন, তাঁর প্রতিবন্ধী ছেলেকে যদি একটি হুইল চেয়ার দিয়ে সাহায্য করা হয়, তাহলে ভালো হবে। আশ্বাস দিয়েছিলেন বিধায়ক। অবশেষে তা পূরণ করলেন। বাড়িতে গিয়ে প্রতিবন্ধীকে দিয়ে এলেন হুইল চেয়ার।রায়গঞ্জ বিধানসভার কমলা বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেহেন্দিগ্রামের বাসিন্দা রানা দেবনাথ।
জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী। গত ২৭ জুন বিধায়ক আপনার দরজায় কর্মসূচির সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী ওই গ্রামে যান। পরিবারের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধকতার কথা জানতে পারেন। পরিবারটি বিধায়কের কাছে রানার জন্য একটি হুইলচেয়ারের আবেদন জানান। রবিবার বিধায়ক নিজে উপস্থিত থেকে রানাকে দিলেন হুইল চেয়ার। রানার মা সোমা দেবনাথ হুইল চেয়ার পেয়ে ভীষণ খুশি। বিধায়ক কৃষ্ণ কল্যানী জানান, প্রতিটি মানুষের কাছেই যাচ্ছি। সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছি। যেটা দ্রুত করা সম্ভব সেটা দ্রুত করে দিচ্ছি। গরিব পরিবারটি প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার চেয়েছিল। এবার সেটা দিলাম।