পুলিশ প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস_
1 min readপুলিশ প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬জুন:রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে একটি পদযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস,কালিয়াগঞ্জ থানার টাউন অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের সাথে সিভিক ভলান্টিয়ার সহ সাধারন মানুষ।
পদযাত্রায় প্রত্যেকের হাতে ছিল মাদক বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবসের বিভিন্ন স্লোগান নিয়ে পোষ্টার।কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস বলেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসেই শুধু সচেতনতা মূলক প্রতিবাদ করা নয়,সমাজ থেকে মাদককে সমূলে উৎখাত এবং গ্রামে গঞ্জে অবৈধ পাচার রুখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানোর সাথে এ ব্যপারে পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করতে বলেন।