December 29, 2024

উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমি দুই সদস্য ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল-

1 min read

উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমি দুই সদস্য ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০এপ্রিল:২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির দুই সদস্যা সাফল্যের মুখ দেখলো। গত ১৬ এবং ১৭ ই এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে ২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ৬১কেজি গ্রুপে কুমিতে তৃতীয় স্থান দখল করে মামন রায় এবং সাব জুনিয়র গ্রুপে ৩০কেজি গ্রুপে তৃতীয় স্থান দখল করে সৃণীতা চন্দ।

উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাক্যাডেমির প্রধান শিবু কর্মকার এক সাক্ষাৎকারে জানান তাদের উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ১২জন এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুই হাজারেরও বেশি ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করে।উত্তর দিনাজপুর জেলা থেকে বাকি দশজন যে সমস্ত ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা হল সৌরভ রায়,সুস্মিতা মাহাতো,বুবাই কর্মকার, রাজকুমার মাহাতো, শুভদীপ সাহা, তৃষা রায়, জয় গোপাল সরকার,

 

সৌদিপ কর্মকার, দীপান্বিতা কাহার ও রহেলি বর্মন।শিবু কর্মকার জানান ২৪ তম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ্ পেট্রোন হিসেবে উপস্থিত রাজ্যের সমবায় দপ্তরের অরূপ রায়। চিফ এডভাইসর হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বপন ব্যানার্জি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি(কে এ বি) হনসি প্রেমজিৎ সেন এবং সাধারন সম্পাদক (কে এ বি)কেওসি জয়দেব মণ্ডল, প্রধান প্রশিক্ষক শিহান শিবু কর্মকার ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার বিশিষ্ট গুণী জনেরা। উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যাডেট একাডেমী প্রধান প্রশিক্ষক শিহান শিবু কর্মকার বলেন তাদের ক্যারাটে একাডেমির প্রশিক্ষণ দেওয়া হয় রায়গঞ্জের করোনেশন স্কুল,হরিসভা মাঠ,রায়গঞ্জ প্রতিবাদ ক্লাব, বীরনগর উন্নয়ন সমিতি এবং রায়গঞ্জ অরবিন্দ স্পোর্টিং ক্লাবে।

6 thoughts on “উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমি দুই সদস্য ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..