প্রতিশ্রুতিই সার,কালিয়াগঞ্জে জমি থাকা সত্বেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যান্ড বিশবাও জলে
1 min readপ্রতিশ্রুতিই সার,কালিয়াগঞ্জে জমি থাকা সত্বেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যান্ড বিশবাও জলে
তপন চক্রবর্তী,উত্তরদিনাজপুর ৬ এপ্রিল:পৌর সভা নির্বাচনের বেশ কয়েক মাস পূর্বে কালিয়াগঞ্জে এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কালিয়াগঞ্জ বাসীকে প্রতিশ্রুতি দিয়ে বলে ছিলেন বাস স্ট্যান্ডের জন্য প্রয়োজনীয় জমি দেখলাম।খুব শীগ্রই কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে জেলা পরিষদের পরিত্যক্ত জমিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অত্যাধুনিক একটি বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে। খুব শীগ্রই জেলা পরিষদের কাছ থেকে পৌর সভা জমি নেবার কাজ শেষ করবে।
শুধু তাই নয় তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন যত দিন পর্যন্ত বাস স্ট্যান্ড না হচ্ছে ততদিন রাষ্ট্রীয় পরিবহনের বাসগুলো কালিয়াগঞ্জের রাস্তায় না রেখে পৌর বাস স্ট্যান্ডে রাখা হবে। অথচ সরকারের দুর পাল্লার বাসগুলো রাত্রে আজও রাস্তায় ঝর বৃষ্টির মধ্যে রাখা হলেও সরকারের কোন হেলদোল নেই।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান কালিয়াগঞ্জের নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কালিয়াগঞ্জ শহর থেকে সকালে এবং রাতে কলকাতা গামী দুটো বাস গত জানুয়ারি মাস থেকেই চালু করা হবে।কিন্তু তিনটি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতিও পালন না করায় কালিয়াগঞ্জের পৌর নাগরিকরা প্রচন্ড ক্ষুব্ধ। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন সবে পৌর ভোট মিটে গেছে।আমরা তৃণমূল দলের পক্ষ থেকে পৌর বোর্ড গঠন করেছি।:যেহেতু পৌর ।কালিয়াগঞ্জের বিশিষ্ট নাগরিক জ্যোতি ভদ্র বলেন শহরের প্রাণ কেন্দ্রে জেলা পরিষদের প্রচুর জমি পরে পরে নষ্ট না হয়।সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি অত্যাধুনিক বাস স্ট্যান্ড নির্মাণ করা হলে কালিয়াগঞ্জ শহরের যেমন উন্নয়ন ঘটবে সাথে সাথে এলাকার মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে উপকৃত হতে পারবে।প্রকাশ,কালিয়াগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরের সামনে এই জেলা পরিষদের জায়গায় দীর্ঘদিন ধরেই ছিল স্বর্ণময়ী দাতব্য চিকিৎসালয়। যা বিগত দুই যুগ থেকে বন্ধ হয়ে পড়ে আছে। বর্তমানে দাতব্য চিকিৎসালয়ের পাকা ঘর গুলি যেন ভুতুরে বাড়ি হয়ে অবহেলা অনাদরে পড়ে রয়েছে।