আদিবাসী গ্রামে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সচেতন করতে সরকারের সংযোগ কর্মসূচি-
1 min readআদিবাসী গ্রামে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সচেতন করতে সরকারের সংযোগ কর্মসূচি-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ এপ্রিল:আদিবাসী সমাজের জন্য রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সচেতন করতে সরকারের সরগম সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের রায়পুর আদিবাসী পাড়ায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যাবস্থাপনায় এই সচেতনতা সংযোগ শিবির অনুষ্ঠিত হয়। পাড়া বৈঠকের ধাঁচে রায়পুর গ্রামের আদিবাসী পাড়ায়
এই বৈঠকে আদিবাসী গ্রামের গ্রামবাসীরা উপস্থিত হয়ে ব্লক প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এই সংযোগ বৈঠকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমস্টি উন্নয়ন আধিকারিক সন্দীপন দে,
ব্লকের অনগ্রসর দপ্তরের আধিকারিক কবিউল শেখ,খগেস্বর রায়,ব্লক খাদ্য পরিদর্শক সুমন্ত গোস্বামী,ব্লক সমাজ কল্যাণ আধিকারিক দেবব্রত ঘটক,গ্রাম পঞ্চায়েত উপ প্রধান মোজেস মুর্মু এবং ব্লকের এন আর ই জি এস প্রকল্পের কর্মচারীগণ।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন এই সংযোগ বৈঠকে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকার আদিবাসীরা জমির নথি,রেশন কার্ড,তফসিলি উপজাতির শংসাপত্র, কৃষক বন্ধু,বিধবা ভাতা,পেনশন, বর্ধক্য ভাতা, আবাস যোজনার ঘর এসব সঠিকভাবে তারা পাচ্ছে কিনা সেসব নিয়েও আলোচনা হয়।