ইসলামপুর মহাকুমার চাকরিপ্রার্থীদের কোচিং এর জন্য উদ্যোগ নিলেন মহকুমা শাসক।
1 min readইসলামপুর মহাকুমার চাকরিপ্রার্থীদের কোচিং এর জন্য উদ্যোগ নিলেন মহকুমা শাসক।
ইসলামপুর থেকে সুব্রত কান্তি বিশ্বাস এর রিপোর্ট ইসলামপুর মহাকুমার চাকরিপ্রার্থীদের কোচিং এর জন্য উদ্যোগ নিলেন মহকুমা শাসক। উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহযোগিতায় এবং নির্দেশে সরকারি আধিকারিকদের তত্ত্বাবধানে সপ্তাহে একদিন কোচিং সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থা করা হলো ইসলামপুর টাউন লাইব্রেরী হলে ।
আগামী ৯ এপ্রিল বিকেল দুটোর টাউন লাইব্রেরী হলে এর শুভ সূচনা হবে এমনটাই জানাচ্ছেন মহকুমাশাসক সপ্তর্ষি নাগ।মহকুমা শাসক সপ্তর্ষি নাগ আরো বলেন মহাকুমার বিভিন্ন দপ্তরে যে সমস্ত আধিকারিকরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে কর্মরত হয়েছেন ।তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে , এই কোচিং সেন্টার এবং ক্যারিয়ার কাউন্সেলিং চলবে । পাশাপাশি মহকুমার অনেক কৃতি ছাত্র-ছাত্রী আছেন ও শিক্ষক আছেন তাদের কেউ আমরা এই কোচিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদন জানাবো।