ইটাহারে তাজা বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য
1 min readইটাহারে তাজা বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য
বিপ্লব চাকি ইটাহার; ১১টি তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্যকর ছড়িয়েছে ইটাহারে। শনিবার সকাল বেলা ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্চলের গোপিবাটি গ্রামে। এদিন সকাল বেলা পথ চলতি সাধারণ মানুষ খেয়াল করে গোপিবাটি মধুবন গ্রামিন সরকের ধারে দুটি ব্যাগ রয়েছে দেখেন ১১টি তাজা বোমা খবর ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষ ভিড় জমায়,
খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ, তবে কি করে কোথা থেকে বোমা গুলো এর জানা নেই বলে জানান এলাকার বাসিন্দা তথা পঞ্চায়েত প্রধান ছায়া বৈষ্য দাস এর স্বামী জয়দেব দাস প্রমুখ। যদিও ইটাহার থানার পুলিশ মালদহ বোম ইসকোয়াট কে খবর দিলে মালদহ থেকে বোম ইসকোয়াট রওনা দেয় বোমা গুলো নিস্ক্রিয় করার জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।