December 25, 2024

রায়গঞ্জে জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে ভারতবর্ষের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার “আজাদিকা অমৃত মহোৎসব”ও স্বয়ম্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী

1 min read

রায়গঞ্জে জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে ভারতবর্ষের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার “আজাদিকা অমৃত মহোৎসব”ও স্বয়ম্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৩ মার্চ: তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৩ মার্চ:জাতীয় সমবায় ইউনিয়নের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলার এন সি ইউ আই ফিল্ড প্রজেক্ট এর ব্যাবস্থা পনায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ক্যারিটাস হলে ভারত বর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে একটি একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের বিষয় ছিল”আজাদীকা অমৃত উৎসব”.।

সেমিনারের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার সমবায় সমিতি সমূহের সহ নিয়ামক দেবাশীষ রায়। পাশাপাশি জেলার সমবায় দপ্তরের অধীনে থাকা স্বয়ম্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর বিপনন ও প্রচারের স্বার্থে জেলার কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ ও রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকার ৩৩টি স্বয়ম্ভর গোষ্ঠীর বিভিন্ন উৎপাদিত সামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সমবায় ইউনিয়নের দিল্লী থেকে আগত ডিরেক্টর রিতেশ দে। ঐদিন অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের মধ্যে সমবায়ের ভাবনাকে ছড়িয়ে দিতে একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর(প্রশাসন) সফিকুল ইসলাম,উত্তর দিনাজপুর জেলার এফ এফ ডি এর সি ই ও বনস্পতি বিশ্বাস,জেলা সমবায় ইউনিয়নের সি ই ও কুন্তল দাস,

 

 

অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার পিনাকী বর্মন,বিথিকা মন্ডল,অমিত পাল,অডিটর স্যাগ টু রাহুল চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত মুখার্জী এবং এন সি ইউ আয়ের রায়গঞ্জের প্রকল্প আধিকারিক (ইনচার্জ) দীপান্বিতা বণিক দাস এবং বিশিষ্ট সমাজসেবী রাধিকা রঞ্জন দেবভূতি। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন দীপান্বিতা বণিক দাস এন সি ইউ আয়ের প্রকল্প আধিকারিক উত্তর দিনাজপুর জেলা।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশকিছু বিশিষ্ট সমবায়িরা উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *