সৌরশক্তিকে কাজে লাগিয়ে পরিশ্রুত পানীয় জলের উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত
1 min readসৌরশক্তিকে কাজে লাগিয়ে পরিশ্রুত পানীয় জলের উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২,মার্চ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলে পরিবেশ বান্ধব সৌরশক্তিকে কাজে লাগিয়ে বরুণা গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষদের পরিশ্রুত পানীয় জলের দীর্ঘদিনের চাহিদা পুরন করে দেওয়ায় গ্রাম বাসীরা প্রচন্ড খুশি। জানা যায় ভূগর্ভস্থ জল উত্তোলন করে ওভারহেড ট্যাংকে পাঠানোর জন্য সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে তার কাজ হয়ছে।এর ফলে প্রতিমাসে জল তুলতে বিদ্যুতের যে বিশাল খরচ হত সেই অর্থের কোন প্রয়োজন হবেনা বলে জানানগ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায়।তিনি বলেন এই জল প্রকল্পের জন্য খরচ হবে ৩, ৫ লক্ষ্য টাকা।
তিনি বলেন বরুণা হাই স্কুল সংলগ্ন ফুটবল মাঠের পাশে এই বিশুদ্ধ পানীয় জল ২৪ ঘণ্টার জন্য মানুষ পাবে বলে জানান।উত্তর দিনাজপুর জেলা পরিষদের কালিয়াগঞ্জের নির্বাচিত জেলা পরিষদ সদস্য দাধি মোহন দেবশর্মা বলেন বরুণা গ্রাম পঞ্চায়েতের মানুষদের অনেক দিনের একটা দাবি ছিল পরিশ্রুত পানীয় জলের।আমরা চেষ্টা করে সরকার থেকে অর্থ এনে এই কাজটা শুরু করে দিয়েছি।
এর ফলে বরুণা গ্রামের মানুষেরা বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পেতে পারবে বলে তিনি জানান।বিদ্যুতের বিলের প্রচুর অর্থ কোথা থেকে জোগাড় হবে এই কারনেই এতদিন বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলের কোন ব্যাবস্থা করা যায়নি।তাই বর্তমানে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হল বলে প্রধান নীলিমা রায় জানান।