পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন,পৌর নির্বাচনে ভোট লুট করার আশঙ্কা করছেন কংগ্রেস নেত্রী দীপা
1 min readপশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন,পৌর নির্বাচনে ভোট লুট করার আশঙ্কা করছেন কংগ্রেস নেত্রী দীপা
তপন চক্রবর্তী – কালিয়াগঞ্জ ২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে. গণতন্ত্র বিপন্ন। কালিয়াগঞ্জ পূর্ব ভোটে তৃণমুল দল ব্যাপক অশান্তির বাতা বরন সৃষ্টি করে ভোট করবে এই আশঙ্কা মানুসের মধ্যে ছরিয়ে দেওয়া হচ্ছে। কালিয়াগঞ্জ পৌর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোট হলে কালিয়াগঞ্জ পৌরসভা দখল করবে কংগ্রেস দল।কারন কংগ্রেস দল বিগত ১৯৯৪ সাল থেকে ২০১৫ সাল লাগাতার ভাবে কালিয়াগঞ্জের মানুশ কংগ্রেসকে বোর্ড গঠনেসহতা করে এসেছে। তাই আমরা আশা করছি আগামী ২৭ ফেব্রুয়ারি মানুষ ঠিক মত ভোট দিতে পারলে আবার কংগ্রেস কালিয়াগঞ্জ পৌর সভা ফিরে পাবে। মঙ্গলবার ভোট প্রচারে কালিয়াগঞ্জে এসে ঝর তুললেন কংগ্রসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী ।
তিনি বলেন তৃণমূল দল যদি এতই উন্নয়ন করে থাকেতাহলে বুথ দখল বা ছাপ্পা ভোট দিতে হবে কেন কংগ্রেস নেত্রি দীপা দাসমুন্সির প্রস্ন?তিনি বলেন পৌর সভায় ঘর নিতে গেলে পয়সা,বিভিন সরকারি সুবিধা নিতে গেলে পয়সা। পয়সা ছাড়া যেখানে কোন কাজ হয়না সাশক দলের মুখে এসব উন্নয়নের কথা মানায় না।দীপা দেবি বলেন আমরা কোথায় বাস করছি।যেখানে পৌর সভার মত নির্বাচনে বারি বারি গিয়ে হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে,শুরু হয়ে গিয়েছে রাতে বারিতে গিয়ে মানুশ কেনার খেলা।ভোটে যদি সাশক দল কারচুপি না করতে চায় তাহলে আধুনিক ই ভি এম মেশিনে ভোট করা হচ্ছেনা কেন এই প্রশ্ন করেন।