আগামী কাল কালিয়াগঞ্জ সহ রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা হতে চলছে
1 min readআগামী কাল কালিয়াগঞ্জ সহ রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা হতে চলছে
বর্তমানের কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ রাজ্যের ১০৮ মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে সেইমতো প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। আজ কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।
আজ বৈঠকের পর ই আগামীকাল শতাধিক পৌরসভার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে খবর পাওয়া গেল। সূত্রের খবর আগামীকাল সকাল ১১ টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। আর সেখানেই রাজ্যের ১০৮ টি মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত যা খবর তাতে ২৭ এ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বা সাংবাদিক বৈঠকের পরে সে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের।