চোপড়া নাট্য কলার উদ্যোগে সুভাষ উৎসব পালন করা হলো
1 min readচোপড়া নাট্য কলার উদ্যোগে সুভাষ উৎসব পালন করা হলো
চোপড়া:রাকেশ রায় :আজ ২৩শে জানুয়ারি ।ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষে চোপড়া থানা মাঠে চোপড়া নাট্য কলার উদ্যোগে সুভাষ উৎসব পালন করা হলো যৌথ উদ্যোগে।
এদিন চোপড়া মাঠ থেকে রেলী শুরু হয় তারপর বাজার ও বিডিও অফিস হয়ে পুনরায় চোপড়া থানা মাঠে শেষ হয় । এরপরে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় । এই অনুস্থানে উপস্থিত ছিলেন চোপড়া থানার আই সি হেমন্ত শর্মা , চোপড়া গ্রাম পঞ্চাযেত প্রাক্তন উপপ্রধান মহম্মদ হানিফ , অঞ্চল সভাপতি তনয় কুন্ডু এবং নাট্য কলার অন্যতম সদস্যরা ।